মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

প্রকাশিতঃ 6:44 pm | November 20, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

সোমবার (২০ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের এসব এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

এ সময় বিজিবি ডিজি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএসকে/এমএম

Print Friendly, PDF & Email