সিজিএফ অ্যাসেম্বলি শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 11:39 pm | November 16, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সেনাবাপ্রধান দেশে ফিরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

এতে বলা হয়, সফরকালে তিনি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন (সিজিএ) বাংলাদেশের সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলিতে যোগদান করেন। জেনারেল অ্যাসেম্বলিতে সেনাবাহিনী প্রধান কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান করেন।

এছাড়া সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিত ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আইএসপিআর জানিয়েছে, কমনওয়েলথ গেমস ফেডারেশনের অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ গত ১৩ নভেম্বর সিঙ্গাপুর গমন করেছিলেন।

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email