অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদন্ডের কথা জানালেন হুইপ স্বপন
প্রকাশিতঃ 8:57 pm | November 15, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যেকোন দেশী বা বিদেশী ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদন্ডে দন্ডিত হতে পারেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদের ১ ও ২ দফা এবং ৭ক অনুচ্ছেদের ১ দফার ক, খ, ২ দফার ক ও খ উপদফা মোতাবেক কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় – (ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে- তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। (২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত- (ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা (খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে- তাহার এইরুপ কার্যও একই অপরাধ হইবে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল এবং আক্কেলপুর উপজেলার ৪২ টি রাস্তা এবং ৩ টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুধী সমাবেশে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, ‘সংবিধানের ৭ক অনুচ্ছেদের ৩ দফা মোতাবেক উপরোক্ত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দন্ডের মধ্যে সর্বোচ্চ দন্ডে দন্ডিত হবেন। সুতরাং নির্বাচন ব্যতিত অন্য কোন উপায়ে বল প্রয়োগ করে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের যে কোন চেষ্টার সঙ্গে দেশী বা বিদেশী যে কোন ব্যক্তি ষড়যন্ত্র করলে, তিনি বা তারা বাংলাদেশের প্রচলিত আইন থেকে কেউ রেহাই পাবেন না। যেকোন দেশী বা বিদেশী ব্যক্তি অসাংবিধানিক পথে সরকার পরিবর্তনের চেষ্টা করলে মৃত্যুদন্ডে দন্ডিত হতে পারেন। বাংলাদেশ আফগানিস্তান, ইরাক বা ফিলিস্তিন নয়। এই দেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বদেশ।’
কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, কালাই উপজেলার ইউএনও জান্নাত আরা তিথি, ক্ষতলালের ইউএনও নুসরাত জাহান বন্যা, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মোল্লা, মোকছেদ আলী মাস্টার, অধ্যক্ষ মোকছেদ আলী, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম চেয়ারম্যান, মেয়র সিরাজুল ইসলাম, মেয়র রাবেয়া খাতুন, মেয়র শহীদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএইচএ