বনশ্রীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অনন্য উদ্যোগ

প্রকাশিতঃ 7:30 pm | November 11, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বনশ্রীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ট্রাফিক বিভাগ। নিজেদের অনন্য এ উদ্যোগে তারা সঙ্গী করেছে বনশ্রী সোসাইটিকে। তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে শনিবার (১১ নভেম্বর) দুপুরে বনশ্রী সোসাইটির মিলনায়তনে মতবিনিময় সভা ও ট্রাফিক সচেতনতামূলক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এখানকার যানজট নিরসন ও দুর্ঘটনা হ্রাসে টাফিক কোন এবং রোড ডিভাইডার উদ্বোধন হয়েছে।

জানা যায়, নগরায়ণের প্রভাবে এক সময়ের আবাসিক এলাকা বনশ্রী এখন ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় রূপ নিয়েছে। প্রায় চার লক্ষ মানুষের আবাসিক এলাকাটিতে সময়ের গতিধারায় একাধিক স্কুল-কলেজ-মাদ্রাসা, হাসপাতাল, বিপণী-বিতান ও অগণিত ফুড কোর্ট গড়ে উঠেছে। ফলত এখানকার সড়কে শৃঙ্খলা বজায় রাখা বেশ চ্যালেঞ্জ হয়ে ঠেকেছে।

বিশেষ করে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে মেরাদিয়া ও আশপাশ এলাকার প্রায় এক কিলোমিটারের অধিক জায়গায় কোন রোড বিভক্তিকরণ না থাকায় লেন ভেঙে যান চলাচল নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার, রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, ডেমরা স্টাফ কোয়ার্টার রোড বাইপাস হওয়ার কারণে সার্বক্ষণিক বিমানের জেট ফুয়েল পরিবহন ও নানা ধরনের যানবাহন চলাচলের ফলে স্থানীয়দের জন্য যানজট রীতিমতো এক বিষফোঁড়া।

এমন প্রেক্ষাপটে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমানের তত্ত্বাবধানে যানজট সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান বনশ্রী সোসাইটিকে নিজেদের নানামুখী এ উদ্যোগে একীভূত করে। ‘আমি যেন ট্রাফিক অব্যবস্থাপনার কারণ বা দায়ী না হই’-ডিএমপি কমিশনারের এ বার্তা তিনি পৌঁছে দেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে বনশ্রী সোসাইটির মিলনায়তনে মতবিনিময় সভা ও ট্রাফিক সচেতনতামূলক অংশীজন সভায় ব্যাটারি চালিত রিকশা বনশ্রীর সড়কে না চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে মতিঝিল ট্রাফিক বিভাগ ও বনশ্রী সোসাইটি। অংশীজন সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. শফিকুল করিম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বনশ্রী এলাকার যে কোন প্রকার ইঞ্জিনিয়ারিং কাজ তার কাছে অগ্রাধিকার পাবে বলে জানান। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান ব্যাটারি চালিত অটো রিকশা যাতে না চলতে পারে সেজন্য সবাইকে সদা সচেষ্ট থাকতে বলেন। একই সঙ্গে তিনি ট্রাফিক রামপুরা জোনের সঙ্গে বনশ্রী সোসাইটির কমিউনিটি পুলিশসহ বনশ্রী সোসাইটির সম্মানিত নাগরিকদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান বলেন, ‘বনশ্রী সোসাইটি’র উদ্যোগে ট্রাফিক কমিউনিটি পুলিশ মোতায়ন ও সিসিটিভি স্থাপনের মাধ্যমে আগামীদিনে এই এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত করা হবে।’

কালের আলো/এমকে/আরআই

Print Friendly, PDF & Email