মোস্তাফিজকে বসিয়ে সুযোগ দেয়া হলো তানজিম সাকিবকে
প্রকাশিতঃ 2:31 pm | November 06, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এবারের বিশ্বকাপে বাংলাদশের পেস ডিপার্টমেন্ট বলা যায় পুরোপুরি ব্যর্থ। ভারতীয় পেসাররা যেভাবে উইকেটে ঝড় তুলছে, তার ধারে-কাছেও যেতে পারেনি। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান পুরোপুরি হতাশ করেছেন। তার বোলিং যেন এখন পুরোপুরি নখ-দন্তহীন।
অন্যদিকে বিশ্বকাপে সবার আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ দুটি ম্যাচে জিততে পারলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টিকে থাকবে। সে লক্ষ্যেই আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপেক্ষে তাই একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে তরুণ বাঁ-হাতি পেসার তানজিম সাকিবকে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষ্মন্তে চামিরা, দিলশান মধুশঙ্কা।
কালের আলো/এসএমআর