চলমান অবরোধ কর্মসূচি সংবিধান ও জনবিরোধী : ডিএমপি কমিশনার

প্রকাশিতঃ 6:37 pm | November 01, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘চলমান অবরোধ কর্মসূচি সংবিধান ও জনবিরোধী। জনগণের যান চলাচল বিঘ্নিত করা দেশের প্রচলিত আইনবিরোধী। যারা রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধে জড়িয়েছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

বুধবার (১ নভেম্বর) বিকাল ৪টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা শহরের যানজট ও ব্যাটারিচালিত রিকশা নিয়ে নানা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন তিনি।

গত ২৮ অক্টোবর সহিংসতার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ওপর হামলা করে যেভাবে হত্যা করা হয়েছে, জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তারা যেখানেই পালিয়ে যাক, যেভাবেই আত্মগোপন করুক না কেন, কোনোভাবেই তারা ছাড় পাবেন না। পুলিশ তাদের গ্রেপ্তার করবেই। এজন্য পুলিশ সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও আসামি গ্রেপ্তার করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, বাইডেনের উপদেষ্টা পরিচয়ে একজন বাংলাদেশিকে হাজির করে তারা রাজনৈতিক অফিসে এনে মিডিয়ার সামনে বিভিন্ন বিষয়ে কথা বলিয়েছেন। প্রচলিত আইনে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা যায়। তার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের একজন আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। আরও যারা জড়িত, তাদের আমরা গ্রেপ্তার করব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৮ অক্টোবর পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। মিডিয়ার মাধ্যমে সারাদেশের মানুষ সেদিনের ঘটনা দেখেছে। পুলিশ নয়, তারাই একের পর এক উসকানি দিয়েছে। পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে।

ডিএমপি কমিশনার বলেন, দলটির সিনিয়র নেতাদের সঙ্গেও পুলিশ কথা বলেছিল। যারা বিশৃঙ্খলা করেছেন তাদের সামলাতে বলা হয়েছিল। একাধিকবার অনুরোধ করা হলেও তারা কিছু করেননি। পরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণ, পুলিশ সদস্য হত্যাসহ ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, বিশৃঙ্খলা করেছে। এটিই প্রমাণ করে, যা যা ঘটেছে তাতে তাদের সায় ছিল, তাদের নির্দেশক্রমেই ঘটনাগুলো ঘটেছে।

ডিএমপি কমিশনারের সঙ্গে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান ও অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএসবি/এমএমএ