টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

প্রকাশিতঃ 2:25 pm | October 29, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টানা হারের বৃত্তে আটকে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আজ (রোববার) বিশ্বকাপের ২৯তম ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হয়েছে। ম্যাচ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচটি হতে পারত দুই হেভিওয়েট দলের লড়াই। কিন্তু এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংলিশদের অবস্থা চরম শোচনীয়। আহত ইংলিশরা আজ ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email