ভলিবলে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুতের বার্তা সিজিএস’র

প্রকাশিতঃ 7:30 pm | October 26, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা। ফাইনালে মুখোমুখি সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন দল এবং ৫৫ পদাতিক ডিভিশন দল। দর্শকের মুর্হুমুহু করতালি ও উল্লাসধ্বনির মধ্য দিয়ে শুরু হয় খেলা। দর্শকের এই প্রাণবন্ত ‘ওয়েভ’ অন্যরকম এক উম্মাদনা জাগিয়ে দেয় দু’দলের খেলোয়াড়দের মাঝে। এক-একটা বল, এক-একটা পয়েন্ট যেন নির্ধারণ করে দিচ্ছে জয়-পরাজয়। সিলেট সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে হাইভোল্টেজ ফাইনাল উপভোগ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে ছিল রীতিমতো প্রাণের ছোঁয়া। এমন প্রাণের ছোঁয়ায় যে কোন খেলাকেই করে দিতে পারে সমৃদ্ধ। ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ভলিবলের এমন বারতাও যেন দিয়েছে এদিনের ফাইনালটি। আশাব্যঞ্জক এবং কৌতূহল জাগানিয়া ম্যাচটিতে শেষ হাসি হেসেছে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন দল। তাঁরা ফাইনালে ৩-০ সেটে ৫৫ পদাতিক ডিভিশন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৫৫ পদাতিক ডিভিশন দল হয়েছে রানার-আপ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশনের ইউপি সার্জেন্ট রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক মো. নাঈম ইসলাম শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আইএসপিআর আরও জানায়, গত ১৯ অক্টোবর থেকে চলতি বছরের বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ভলিবল প্রতিযোগিতার ফাইনালে হার-জিত নির্ধারণের পর পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুতে এক দল আরেক দলকে কীভাবে গ্রহণ করবে, বিজয়ের প্রকাশভঙ্গি কী হবে, সেরা খেলোয়াড়দের আচরণই বা কী হবে এসব বিষয়ে গুরুত্ববহ এক বার্তা পেয়েছেন ক্রীড়াবীদরা। হতাশা বা বাগাড়ম্বরের মধ্যে নিজেকে সমর্পণ না করে নিত্যদিনই ভাতৃত্বের বন্ধন জাগরিত করার মাধ্যমে নিজেদের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার এক মন্ত্রই যেন তাদের মনে গেঁথে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

‘আজকের পরাজয় আগামী দিনে জয়ের জন্য উৎসাহ এবং প্রেরণা হয়ে থাকবে’-উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত করা। আমরা ভবিষ্যতেও সেটাই ধরে রাখবো। এর মাধ্যমে আমরা যেন ভাতৃত্ববোধ আরও দৃঢ় করতে পারি।’

সমাপনী অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেটের এরিয়া কমান্ডার, এসআইএন্ডটি’র কমান্ড্যান্ট ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

Print Friendly, PDF & Email