মিমকে নিয়ে ‘জেকে ফরেন ব্র্যান্ড’র ১০ বছর উদযাপন
প্রকাশিতঃ 12:54 pm | October 22, 2023
বিনোদন প্রতিবেদক, কালের আলো:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে দুর্গাপূজাকে ঘিরে চলছে নানান আয়োজন। এদিকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম।
সেই আনন্দের মাঝেই এবার মিমের পছন্দের তালিকায় থাকা ‘জেকে ফরেন ব্র্যান্ড’র ১০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘জেকে ফরেন ব্র্যান্ড’ বনানীর ১১ নম্বর রোডের শোরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ব্র্যান্ডটির সংশ্লিষ্টরা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ‘জেকে ফরেন ব্র্যান্ড’র চেয়ারম্যান ফয়সাল মৃত্তিক, উপস্থাপিকা বারিশ হক, কণ্ঠশিল্পী শেখ সাদিসহ প্রমুখ।
এ প্রসঙ্গে মিম বলেন, শুরু থেকেই ‘জেকে ফরেন ব্র্যান্ডে’র পাশে ছিলাম আজও আছি। তাদের পোশাক ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ। আমি বেশ কয়েকবার ফটোশুটও করেছি জেকের। এবারের পূজার সব পোশাক আমি কিনেছি এখান থেকে। ১০ বছর শেষ করে ১১ বছর পা দিল। তাদের সাফল্য কামনা করি। সবাইকে পূজার শুভেচ্ছা।
‘জেকে ফরেন ব্র্যান্ডে’র চেয়ারম্যান ফয়সাল মৃত্তিক বলেন, আমাদের পোশাকের প্রতি সবারই দুর্বলতার কারণে ‘জেকে ফরেন ব্র্যান্ড’ তৈরি করা। মা এবং সম্পূর্ণ নিজ উদ্যোগে ব্যবসা শুরু। একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এখন ১০ বছর হয়ে গেল আমাদের পথচলা। আমি তাতে ভীষণ তৃপ্ত।
তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে বিদেশেও ‘জেকে ফরেন ব্র্যান্ড’ ছড়িয়ে দেওয়া। এটা জেনে সবাই আনন্দিত হবেন সেলিব্রিটিদের নিত্যনতুন পোশাকে ভিন্নতা আনতে আমরা কাজ করে যাচ্ছি।
মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাবে মিম ও জিৎ অভিনীত সিনেমা ‘মানুষ’। অন্যদিকে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এতে পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে মিমকে। সরকারি অনুদানের এ সিনেমা নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক।
কালের আলো/এসএমআর