সনাতন ধর্মাবলম্বীদের বিরোধীদলীয় নেতার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

প্রকাশিতঃ 7:17 pm | October 19, 2023

কালের আলো ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বহির্বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক  চেতনা।এই চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে শারদীয় দুর্গাপূজা।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে  সনাতন ধর্মালম্বীরা এ পূজা করে থাকেন।

তিনি প্রত্যাশা করে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্নমর্যাদাশীল জাতি গঠনে সক্ষম হব।

কালের আলো/বিএস/এনবিএস

Print Friendly, PDF & Email