পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন ম্যাচ সেরা জাম্পা

প্রকাশিতঃ 11:41 am | October 17, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সর্বাধিকবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বোলার অ্যাডাম জাম্পা। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। আর এ ম্যাচটাকে অ্যাডাম জাম্পা কঠিন ম্যাচ মনে করছেন।

টানা দুই ম্যাচ হারা অস্ট্রেলিয়ার সামনে ক্রমেই কঠিন পরিস্থিতি তৈরি করছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলেছিল। দুই ওপেনারকে আউট করে শ্রীলঙ্কা ইনিংসে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন প্যাট কামিন্স। এরপর জাম্পার ধ্বংসলীলা। তাতেই এক এক করে চার উইকেট তুলে নেন। ফলে শ্রীলঙ্কার পক্ষে বেশি দূর যাওয়া আর সম্ভব হয়নি।

ম্যাচ শেষে জাম্পা বলেন, ‘সত্যি বলতে আমার শারীরিক অবস্থা ভালো না। গত কয়েকদিন ধরে পিঠের সমস্যায় ভুগছি। তবে এ ম্যাচে কিছুট ভালো বোলিং করেছি। আমার মনে হয় বা হাতি ব্যাটারদের জন্য অফ স্পিনার ব্যবহারের সিদ্ধান্তটা অধিনায়ক নিয়েছিলেন।’

জাম্পা আরও বলেন, ব্যক্তিগতভাবে আগের ম্যাচে আমি ভালো বল করতে পারিনি। এ ম্যাচে আমি ভালো বোধ না করলেও আমি উইকেট নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছিলাম। যাহোক সামনে আমাদের বড় এক ম্যাচ রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হতে যাচ্ছে।

কালের আলো/এসএম