দেশের ক্ষতি করার জন্য একটি চক্র কাজ করছে: বিএমপি কমিশনার
প্রকাশিতঃ 3:58 pm | October 13, 2023
বরিশাল প্রতিবেদক, কালের আলো:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার বলেছেন, দেশের ক্ষতি করার জন্য একটি চক্র কাজ করছে। প্রত্যেক সংস্থা একত্রিত হয়ে একসঙ্গে বাজারদর নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
বৃহষ্পতিবার (১২ অক্টোবর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর সদরদপ্তর সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার আরও বলেন, যেসব অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখে তাদের তালিকা করা হচ্ছে।
ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এখানে ব্যবসায়ীদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। যারা বাজারে কেনাকাটার জন্য যাবে, তাদের মেহমান মনে করতে হবে। তাঁরা যখন কেনাকাটা করবে খেয়াল রাখতে হবে (বাজার কমিটি) তাদের কাছে পণ্যের দামটা যেনো বেশি না রাখে।
এ সময় তিনি বাজার মনিটরিং করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় সব সংস্থাকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
সেখানে বাজার মনিটরিং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান, পণ্য উৎপাদন ও বিপণন সংক্রান্ত সংস্থা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে কমিশনারের কাছে মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার- পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা- বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-৮ বরিশাল এর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, জেলা কৃষি, মৎস, প্রাণিসম্পদ কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা এবং বাজার মনিটরিং সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান, পণ্য উৎপাদন ও বিপণন সংক্রান্ত সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ী নেতারা।
কালের আলো/এমএইচ/এসবি