টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 2:11 pm | October 13, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপর ইংল্যান্ডের কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছে টাইগাররা। তাই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

কালের আলো/এমএএইচ/ইউ

Print Friendly, PDF & Email