অবকাঠামো নির্মাণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে : মসিক মেয়র
প্রকাশিতঃ 5:15 pm | October 09, 2023

কালের আলো প্রতিবেদক:
অবকাঠামো নির্মাণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
সোমবার (০৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের কাজ উদ্বোধনকালে তিনি এ এসব কথা জানান। জয়বাংলা বাজার থেকে জিন্না মিয়ার বাড়ি পর্যন্ত উদ্বোধনকৃত সড়কের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর সকল ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং সড়ক আলোকিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে।
তিনি বলেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। সকল বাধাকে অতিক্রম করে আমরা একটি আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।
উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি , তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/বিএসবি/এমএইচ