অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে প্রস্তুত পুলিশ : ডিএমপি কমিশনার
প্রকাশিতঃ 5:23 pm | October 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো গোষ্ঠী যদি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় পুলিশ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপশক্তি জঙ্গি গ্রুপকে ব্যবহার করে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের দমনের মতো সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বলেন, গণমাধ্যম ও পুলিশের পাশাপাশি আমাদের বিভিন্ন শ্রেণির লোকজন উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসলে জঙ্গিবাদে নির্মূল করা সম্ভব হবে। জঙ্গিবাদ দমনে একজন সংবাদকর্মী তার লেখনীর মাধ্যমে ভূমিকা রাখতে পারে। জঙ্গিবাদ দমনে সাংবাদিকদের ত্রিমুখী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ বা উগ্রবাদ নির্মূল সম্ভব নয়। তবে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমাদের দেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক।
ডিএমপি কমিশনার আরও বলেন, ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। সাংবাদিকরা আলোকিত মানুষ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ৷ সমাজ এবং মানসিকতা পরিবর্তনে তাদের ভূমিকা এবং দায়িত্ব অপরিসীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল।
কালের আলো/ডিএস/এমএম