সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান স্পিকারের

প্রকাশিতঃ 7:08 pm | September 20, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার ( ২০ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে ০৩ সপ্তাহ ব্যাপী ক্যাপষ্টোন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

আইএসপিআর জানিয়েছে, তিন সপ্তাহব্যাপী পরিচালিত এই কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারী ও বেসরকারী সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতাসহ মোট ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সমাপনী বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করার জন্য সকল ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতি আহ্বান জানান।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ আকবর হোসেন বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচেছ এ ক্যাপষ্টোন কোর্স। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সহিষ্ণুতার সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য সকল ফেলোদের আন্তরিকভাবে অনুরোধ করেন।

কালের আলো/ডিএসবি/এমএ

Print Friendly, PDF & Email