১৬ ডিসেম্বরের মতো ৩০ ডিসেম্বর আরেকটি বিজয় : ড. কামাল

প্রকাশিতঃ 7:07 pm | December 27, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘১৬ ডিসেম্বর একবার যখন বিজয় অর্জন করেছি ৩০ ডিসেম্বর আমরা সেভাবে আরেকটি বিজয় অর্জন করব। আমাদের জনগণের বিজয়। আমাদের সকলের বিজয়।’

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের উন্নয়নের অনেক বক্তব্য শুনতে হয়। উন্নয়নের বক্তব্যে আমার কোনও আপত্তি নেই। তবে উন্নয়নের সঙ্গে গণতন্ত্র যদি না থাকে, মানবাধিকার যদি না থাকে, তবে তাকে উন্নয়ন বলে না। উন্নয়ন ও গণতন্ত্র বিপরীত না।’

ড. কামাল বলেন, ‘জনগণ দেশের মালিক হলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন হবে। তারা (আওয়ামীল লীগ) বলছেন, “গণতন্ত্র রাখো, আগে উন্নয়ন।” এটা পঞ্চাশ বছর আগেকার কথা। মানুষ এসব কথায় কান না দিয়ে দেশের মালিক থাকতে চান।’

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘তারা মাথা উঁচু করে বলে, “আমরা দেশের মালিক।” প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই যে কত বড় অর্জন ছিল, একাত্তরে কত মানুষ জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু, তাজউদ্দীন জীবন দিয়েছেন। তাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে। ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর তাদের আমরা শ্রদ্ধা জানায়। আজকের এই নির্বাচন হলো তাদের স্বপ্নেকে বাস্তবায়িত করার লক্ষ্যে। আজকে আমাদের ঐক্যের ভিত হলো, স্বাধীনতার শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা। সংবিধানে শহীদদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করার পদ্ধতি এই নির্বাচন।

ড. কামাল আরও বলেন, ‘পরিবর্তন আমরা তখনই চেয়েছি যখন প্রত্যেক জায়গায় মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষ যদি ভালো থাকত। তাহলে তো তারা এটা বলত না। পরিবর্তন ভোটের মাধ্যম চায়, শান্তিপূর্ণ উপায়ে চায়। অন্যান্য দেশে আছে না বিপ্লব বিপ্লব? আমাদের দেশে এটাই বিপ্লব।’

তিনি বলেন, ‘যারা অহঙ্কারের সুরে কথা বলে এবং ধারণা করে যে, তারা দেশের মালিক। কিন্তু দেশের মালিক তারা কেউ না। দেশের মানুষ ১৬ কোটি জনগণ। আমরা সেই ১৬ কোটি মানুষের পক্ষে কথা বলি। আপনারা ভোট দেন। আমরা সেই ১৬ কোটি মানুষকে বলি যারা তাদেরকে (ঐক্যফ্রন্ট) ভোট দিলে মাথা উঁচু করে বাঁচতে পারবেন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email