জনগণের আস্থা নিয়ে সফলভাবে এটিএন নিউজ এগিয়ে চলেছে: স্পিকার

প্রকাশিতঃ 7:06 pm | June 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা নিয়ে সফলভাবে এটিএন নিউজ এগিয়ে চলেছে। দর্শকদের অভিপ্রায় অনুযায়ী সার্বক্ষণিক আপডেটেড সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা দখল করে নিয়েছে বিশেষায়িত এই চ্যানেলটি।

রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ হাসান প্লাজায় এটিএন নিউজ টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘এগিয়ে চলার ১৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। কেক কেটে এটিএন নিউজের ত্রয়োদশ বর্ষপূর্তী উদ্বোধন করেন স্পিকার। এ সময় ফুল দিয়ে এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি। এটিএন নিউজের পক্ষ থেকে মাহফুজুর রহমান স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।

‘এগিয়ে চলার ১৩’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মোতাহার হাসান, হাসান আহমেদ কিরন (উপদেষ্টা বার্তা) এটিএন বাংলা, বার্তা প্রধান প্রভাষ আমিন, তাসিক আহমেদ অ্যাডভাইজর (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন), নাসের আহমেদ (পরিচালক), নওয়াজেশ আলী খান (উপদেষ্টা)সহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, চব্বিশ ঘন্টা সংবাদ পরিবেশনায় এটিএন নিউজ এক অনন্য দৃষ্টান্ত।

স্পিকার বলেন, সংবাদ পরিবেশনার পাইওনিয়ার হিসেবে এটিএন নিউজ যাত্রা শুরু করে। সংবাদ মাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, জনমত গঠনেও গণমাধ্যম ভূমিকা রাখে। খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রয়োজন। যা এটিএন নিউজ প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পালন করে চলেছে। তাই দর্শকদেরও তাদের প্রতি একটা আস্থা তৈরী হয়েছে।

এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ভালো কাজ যারা করে তাদের সাথেই থাকা উচিত। দেশের ভুল নিয়ে মাতামাতি, দোষারোপ করা অনুচিত। জাতির কোনো ক্ষতি হবে এমন কোনো সংবাদ এটিএন নিউজ প্রচার করেনা। জনমনে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান তিনি।

বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এটিএন নিউজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email