ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
প্রকাশিতঃ 8:35 pm | February 08, 2023

ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোট (বিআরটিএ)। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সড়ক পরিবহন আইন ও সড়কে নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয়।
বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: মোস্তাফিজার রহমান।
এ সময় মোস্তাফিজার রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান আইন সম্পর্কে শিক্ষার্থীসহ সবাইকে সচেতন থাকতে হবে। রাস্তা পারাপারে ট্রাফিক সংকেত মেনে চলতে হবে। এছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার করার পাশাপাশি ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার এড়িয়ে চলার পরামর্শ দেন ডিসি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী হাসান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম, কালেক্টর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী কমিশনার গোপনীয় তাসফিক সিবগাত উল্লাহ প্রমূখ।
কালের আলো/বিএএ/এমএন