ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

প্রকাশিতঃ 3:51 pm | January 26, 2023

কালের আলো প্রতিবেদক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্ম যেন গর্বিত মানুষ হয়। দেশের জন্য নিবেদিত প্রাণ হন সে ব্যবস্থা করতে হবে৷ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে৷

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) লাকসামে ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ; গ্রাম হবে শহর; ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে সে ততো বেশি নিজেকে এগিয়ে নিবে। আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সাথে সাথে ইংরেজিতে পারদর্শী হতে হবে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলার চেয়ারম্যান মোঃ ইউনুছ ভূইয়া, লাকসাম পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের৷

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email