বিজ্ঞাপনে জুটিবদ্ধ হচ্ছেন শাকিব-ফারিয়া
প্রকাশিতঃ 12:05 am | December 06, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
দেশীয় চলচ্চিত্রের সেরা নায়ক শাকিব খান ও নুসরাত ফারিয়া বাংলালিংকের একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) থেকে রাজধানীর মিরপুরে বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। এটি নির্মাণ করছেন আদনান আল রাজীব।
এ প্রসঙ্গে রাজীব বলেন, এরইমধ্যে বিজ্ঞাপনে অভিনয়ের জন্য শাকিব খানের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। গল্পের প্রয়োজনেই তাকে আমরা চাইছি। শাকিবের সঙ্গে থাকছেন নুসরাত ফারিয়া।
তিনি আরও বলেন, টানা পাঁচদিন এর কাজ করবো। প্রথম দুইদিন মূল গল্প এবং পরের তিনদিন ছোট ছোট কিছু গল্পের কাজ হবে। এরইমধ্যে মিরপুরে শুটিং সেট তৈরি করা হয়েছে। সব মিলিয়ে একটা ভালো কাজই করতে যাচ্ছি।
শাকিব খান ও নুসরাত ফারিয়া দু’জনই বাংলালিংকের শুভেচ্ছাদূত। এ কারণেই বিজ্ঞাপনে তাদের থাকতে হচ্ছে।
এদিকে গত রোববার (০২ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘শাহেনশাহ’ ছবির কাজ। বর্তমানে এফডিসিতে সিনেমাটির শুটিং চলছে। শাকিব-ফারিয়ার পাশাপাশি এতে অভিনয় করছেন রোদেলা জান্নাত। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
কালের আলো/ওএইচ