টুইটারের অফিস বন্ধ ঘোষণা!

প্রকাশিতঃ 2:30 pm | November 18, 2022

টেক ডেস্ক, কালের আলো:

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সব অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ নভেম্বর) কর্মীদের পাঠানো এক ক্ষুদে বার্তায় তাৎক্ষণিকভাবে অফিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার কথা বলেছে টুইটার। আগামী ২১ নভেম্বর আবার অফিসগুলো চালু হবে বলে জানিয়েছে তারা।

এ সময়ে কর্মীদের সব ‘ব্যাজ অ্যাক্সেস’ (টুইটারের সার্ভারে প্রবেশ) বন্ধ থাকবে। তাছাড়া টুইটারের গোপনীয় তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আলোচনা থেকে বিরত থাকতেও কর্মীদের বলা হয়।

প্রসঙ্গত, টুইটারের নতুন মালিক হওয়ার পর থেকেই কর্মীদের একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন ইলন মাস্ক। ছাঁটাই থেকে শুরু করে তাদের দীর্ঘ সময় ধরে অফিস করতে বাধ্য করার মতো অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এসবের জেরে ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পর যারা রয়ে গিয়েছিলেন এবার তারাও চাকরি থেকে পদত্যাগ করতে শুরু করেন। এমন পরিস্থিতিতেই কার্যালয় বন্ধের ঘোষণা দেয় টুইটার।

কালের আলো/ডিএসবি/ডিএসবি

Print Friendly, PDF & Email