‘সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়’

প্রকাশিতঃ 8:46 pm | December 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন বাতিল হওয়া ২২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে এসে মনোনয়নে বাদপড়া নেতারা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ইসিতে এসে খোঁজ-খবর নিয়ে গেছেন।

এর আগে ইমরান সরকার বলেন, নগণ্য ইস্যুকে কেন্দ্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমারসহ অন্যদের মনোনয়ন বাতিলে যেসব কারণ দেখানো হয়েছে, সেই হিসেবে দেশে কোনো বৈধ প্রার্থীই থাকার কথা নয়।

গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র আরো বলেন, আমার সমর্থকদের নামের সিরিয়াল একটু এদিক-সেদিক হয়েছে। এতেই অবৈধ বলে ঘোষণা দেয়া হলো। আমার বাড়তি ৫শসমর্থন ছিল। তারা সেটি নেননি। এক শতাংশের তালিকা ঠিক ছিল। হয়তো সিরিয়াল এদিক-সেদিক ছিল। এরপর আমি বলেছি, এটা ঠিক করে দেই। কিন্তু, রিটার্নিং কর্মকর্তা আমার আবেদন রাখেননি।

কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান এইচ সরকার।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email