ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ 4:24 pm | October 03, 2022

অনিক খান, ময়মনসিংহ:

বর্তমান সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালুর দাবি জানিয়েছেন গ্যাস প্রত্যাশী গ্রাহক ও গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদারী ঐক্য ফেডারেশন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে তারা এ দাবি জানান। পরে প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে কর্মহীন হয়ে পড়া হাজার হাজার শ্রমিক ও ঠিকাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি করেন।    

মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্যাস প্রত্যাশী ভুক্তভোগী শরীফ মাহফুজুল হক আপেল, সাইফুল ইসলাম দুদু, ওয়াহাব মাহমুদ রমজান, এমদাদুল হক, গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হাসেম পাটোয়ারী, সাধারন সম্পাদক একেএম অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক কমিটির রমজান আলী খন্দকার, জাহাঙ্গীর আকন্দ প্রমূখ।  

মানববন্ধনে আবুল হাসেম পাটোয়ারী বলেন, দীর্ঘ ৮ বছর ধরে গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ রয়েছে। এর ফলে গ্রাহকদের জামানতের কোটি কোটি টাকা সরকারী কোষাগারে জমা থাকা স্বত্ত্বেও তারা গ্যাস পাচ্ছে না। এতে কোটি কোটি টাকা খরচ করে ভবন নির্মাণ করে গ্যাস সংযোগ না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভবন মালিকরা।  

সেই সাথে গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্যাস সেক্টরের হাজার হাজার শ্রমিক ও ঠিকাদার কর্মহীন হয়ে অসহায় মানবেতর দিনযাপন করছে।  

এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বোতলজাত গ্যাস কোম্পানী গুলো নিজেদের ব্যবসার স্বার্থে একটি অসাধু চক্রের মাধ্যমে সরকারকে ভুল বুঝিয়ে আবাসিক গ্যাসের সংযোগ বন্ধ রেখেছে। কিন্তু গ্যাস সংযোগ বন্ধ থাকার কারণে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে।  

এ অবস্থায় সরকারের চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য এবং কর্মহীনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর কোন বিকল্প নেই। 

কালের আলো/ডিএস/এমএম

Print Friendly, PDF & Email