১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে চ্যাম্পিয়ন নৌবাহিনী
প্রকাশিতঃ 11:32 pm | October 01, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। মোট ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (০১ অক্টোবর) রাজধানীর গুলিস্থানে কাবাডি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম৷
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ এর ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
গত ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ জেল পুলিশ হতে মোট ৬টি দল ও ৮টি ক্লাবসহ সর্বমোট ১৪টি দল তিন গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রতিটি খেলায় জয় লাভ করে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

প্রতিটি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ২টি করে (৩টি গ্রুপের) দলসহ মোট ৬টি দল সুপার সিক্সে অংশ নেয়। সুপার সিক্স শেষে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর পয়েন্ট ১০, বর্ডার গার্ড বাংলাদেশ এর ৮ পয়েন্ট, বাংলাদেশ পুলিশ ৬ পয়েন্ট, বাংলাদেশ বিমান বাহিনী ৪ পয়েন্ট, বাংলাদেশ জেল ২ পয়েন্ট এবং আজাদ স্পোর্টিং ক্লাব এর পয়েন্ট শূণ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি মো: আব্দুছ ছালাম আজাদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভাসাবী ফ্যাশন্স লিমিটেড এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফুল আলম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এবং বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট-১) গাজী মো: মোজাম্মেল হক এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম