সাফজয়ীদের নিয়ে জয়ার উচ্ছ্বাস

প্রকাশিতঃ 11:02 am | September 23, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

সম্প্রতি সাফ ফুটবলে চ্যাম্পিয়ন শিরোপার জয়ের পর থেকে নারী ফুটবলাররা সারা দেশবাসীর অভিনন্দনে ভাসছেন।সোশ্যাল মিডিয়ায় নারী ফুটবলারদের শুভেচ্ছা জানাচ্ছেন। এমনকি সাধারণ মানুষ থেকে শুরু করে তারাকারাও রাস্তায় নেমে অভিনন্দন জানাচ্ছেন তাদেরকে।

অন্য সবার মতো দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবজ্জ্বল অবদান আমাদের মুক্তিযুদ্ধেকালীন সংগ্রামে এক জাদুময়ী নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। আজ সাফজয়ী নারী ফুটবল দলের এই ঐতিহাসিক জয় যেমন আমাদের গোটা বাংলাদেশকে একত্রিত করেছে, ঠিক তেমনি আমাদের মেয়েরা সুপ্ত নারীবিদ্বেষী দানবদের বুড়ো আঙুল দেখিয়ে এক আলোকিত নতুন বাংলাদেশ গড়ার যাত্রা শুরু করল।’

উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’। জানা গেছে দেশের ১৯টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email