‘আশুরার শাশ্বত বাণী অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে’

প্রকাশিতঃ 6:31 pm | August 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময়, শোকাবহ এবং মহমান্বিত একটি দিন পবিত্র আশুরা। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান।

মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে সোমবার (০৮ আগস্ট) তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও অনুসারীরা এদিনে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।

পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email