বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরাতে সোমবার থে‌কে ভিসা দে‌বে চীন

প্রকাশিতঃ 10:00 am | August 07, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনা মহামারির কারণে দেশে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের শিগগির চীনে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে চী‌নের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

সূত্র জানায়, মোমেনের সঙ্গে বৈঠকে আলোচনায়ে উঠে আসে শিক্ষার্থীদের প্রসঙ্গটি। এসময় ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এজন্য দ্রুতই ভিসা ইস্যু শুরু হবে বলে জানান তিনি।

দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় আসেন ওয়াং ই। এদিন বিকেল ৫টার দিকে তাকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর এই প্রথমবারের মতো চীন থেকে উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরেও ঢাকা এসেছিলেন ওয়াং ই। তবে সেটি ছিল রোহিঙ্গা বিষয়ে।

কালের আলো/বিএস/এমএম

Print Friendly, PDF & Email