তরুণ প্রজন্মকে মাদকমুক্ত করতে বড় হাতিয়ার হলো খেলাধুলা: মেয়র আতিক
প্রকাশিতঃ 3:21 pm | August 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে বিশেষ নজর দিচ্ছি। সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে একটি বড় হাতিয়ার হলো খেলাধুলা। তাই আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে এমন উদ্যোগ নিয়েছি। মাঠগুলোতে যেন সবাই উন্মুক্তভাবে খেলাধুলা করতে পারে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ২৪টি মাঠ নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে ইতোমধ্যে আমরা ১৭টি উন্মুক্ত করে দিয়েছি। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্মকে বলব, তাদের উচিত ঘরে না থেকে মাঠে আসা। খেলাধুলা করা, মাদককে না বলা।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ কামাল ক্রীড়াকে ভালোবাসতেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়ের তরুণদেরও এভাবে ক্রীড়াকে ভালোবাসতে হবে, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, শেখ কামাল ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। তার প্রতি শ্রদ্ধা রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ডে ওয়ার্ডে নানাভাবে খেলাধুলার আয়োজন করে যাচ্ছে। তরুণ প্রজন্মের জন্য খেলাধুলার পরিবেশ ও স্থান ঠিক করতে আমরা কাজ করছি।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এসবি