ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ভোলায় বৃহস্পতিবার হরতাল
প্রকাশিতঃ 7:51 pm | August 03, 2022

কালের আলো প্রতিবেদক:
বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম মারা যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার ভোলায় হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার (০৩ আগস্ট) বিকেলে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে দিনব্যাপী হরতালের ঘোষণা দেন।
গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় নুরে আলম আহত হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বুধবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। ওই মিছিল থেকেই বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
কালের আলো/ডিএস/এমএম