দুই যুগ পেরিয়ে গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিতঃ 5:19 pm | July 14, 2022

আজ থেকে ঠিক দুই যুগ আগে, ১৯৯৮ সালের ১৪ই জুলাই সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রায় ৩২ একরের বিশাল ক্যাম্পাসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনুভব করা যায় এখানে। সাফল্যের দুই যুগ পার করা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানান অভিমত তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবি প্রতিনিধি মো. বরাতুজ্জামান স্পন্দন।

শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান করতে হবে
সাদিয়া রহমান লাবণ্য,
বাংলা বিভাগ।

একজন শিক্ষার্থীর জীবনে উচ্চ শিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়টা অর্থবহ ও উপভোগ্য করতে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি আরও অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কার্যক্রম ও নিয়মিত খেলাধুলার ব্যবস্থা আছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক অতন্ত ভালো ও বন্ধুত্বপূর্ণ। যে কোন সমস্যা শিক্ষার্থীদের সহযোগিতা করে শিক্ষকগণ। এতো সুবিধার ভিড়েও কিছু অসুবিধা থেকেই যায়। বিশেষ করে যাদের বাস অথবা অন্য যানবাহন ব্যবহার করে নিয়মিত ক্যাম্পাসে আসতে হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় ক্লাসে ঠিক সময় পৌঁছাতেও পারে না শিক্ষার্থীরা। তাছাড়া ক্যাম্পাসের নামমাত্র ক্যান্টিনে স্বাস্থ্যকর তেমন কোনো খাবারই নাই, না আছে বসার মতো ভাল পরিবেশ। যেই লাইব্রেরী ও রিডিং রুম আছে, তা শিক্ষার্থী অনুযায়ী অনেক স্বল্প। জায়গা ও বই বাড়ানো উচিত অতি শীঘ্রই। দরকার একটি কমন রুম। প্রশাসনের উচিত এইদিকে সদয় নজর দেওয়া।

প্রযুক্তিগত উন্নতিতে মনোযোগ দিতে হবে
মোঃ শাকিল হোসেন,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

প্রত্যাশার বিশাল ঝুলি নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কম্পিউটারের উপর প্রবল আগ্রহ থাকে দেশের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ইতিমধ্যে স্নাতকোত্তরের অর্ধেকের বেশি সময় পর করে প্রত্যাশার অনেক কিছুই পেয়েছি। তবে এখনো প্রতিষ্ঠানটির অনেক কিছু করার সুযোগ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ন বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে নেওয়াটা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন বিভাগের ওয়েবসাইট আরও তথ্যবহুল করা, সমৃদ্ধ ও যুগোপযোগী করে তোলা এখন সময়ের দাবি। পাশাপশি কম্পিউটার ল্যাবের আধুনিকায়ন প্রয়োজন। এছাড়াও প্রযুক্তিগত আবিষ্কারের দিকে শিক্ষক-শিক্ষার্থীদের আরো মনোনিবেশ করা প্রয়োজন। এতে আরো মনোযোগ দেওয়া উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার অপার সম্ভাবনা
নোশিন নাওয়ার আদনি,
মাইক্রোবায়োলজি বিভাগ।

A university with difference নীতিতে বিশ্বাসী এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে নিজেদের শিক্ষার মান, স্বল্প খরচ ও মনোরম পরিবেশের মাধ্যমে। করোনার মহামারীতে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছে ঠিক তখনই শিক্ষার্থীরা স্যানিটাইজার প্রস্তুত করে জনসাধারণকে বিনামূল্যে বিতরণ করে। এছাড়াও সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্লাইন্ড স্টিক উদ্ভাবন কিংবা নার্স রোবট ❝অ্যাভওয়ার❞ তৈরি করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের স্বচ্ছ রাজনীতি ও নেতৃত্ব চর্চার জন্য রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ যা দেশের শুধুমাত্র এই বেসরকারি বিশ্ববিদ্যালয়েই আছে। সততা ও নিষ্ঠার সাথে যেকোনো তথ্য ও অবস্থা বিবরণ তথা শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার জন্য রয়েছে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সংস্কৃতি চর্চার জন্য আছে নানান সাংস্কৃতিক সংগঠন। শিক্ষার্থীদের আত্ম উন্নয়নের রয়েছে এমন অনেক সুযোগ। এসব দিকে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ নেওয়া উচিত।

চ্যালেঞ্জ নেওয়ার মতো মনমানসিকতা তৈরি করবে
মোঃ জামিল রাব্বি,
ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদ।

পছন্দের বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা অর্জনের পাশাপশি সকল মানবিক গুণাবলী অর্জনের লক্ষ্যেই আমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আত্মউন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নাই। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সময়োপযোগী শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যানে নিজের জীবন উৎসর্গ করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো আমি। অবলা প্রাণীদের ডাক্তার হওয়াটা আসলেই খুব চ্যালেঞ্জিং‌। আমিসহ সকল শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস ও সামর্থ্য তৈরিতে আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ সহযোগিতা করতে বলে আমি বিশ্বাসী। যেকোনো পরিস্থিতিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা আমি করে যাবো। পড়ালেখার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা এসব গুণাবলী অর্জন করতে পারবো। আর এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সকল সুবিধা দিবে বলে আমরা আশাবাদী।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email