ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ
প্রকাশিতঃ 9:40 am | July 12, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (১২ জুলাই)।
ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন।
তবে ঈদের ছুটির একদিন (৯ জুলাই) পড়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।
এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে সোমবার। আজ থেকে খুলবে সব সরকারি অফিস।
জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে।
কালের আলো/বিএস/এমএম