হানিফ সংকেতের ঈদ নাটক ‘রটে বটে-ঘটে না’

প্রকাশিতঃ 3:28 pm | July 10, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

ভিন্ন স্বাদের গল্প নিয়ে দুই ঈদে দুটি একক নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবার ঈদের জন্য নির্মাণ করছেন নাটক ‘রটে বটে-ঘটে না’। সমাজের নানা রটনাকে উপজীব্য করে পারিবারিক গল্পের এ নাটকের কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, শুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, মোনালিসা দীপা, নজরুল ইসলাম প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে।

হানিফ সংকেত জানিয়েছেন, ‘নিজস্বতা ধরে রেখেই নাটকটি নির্মাণ করা। সমাজে অনেক কিছু রটে, কিন্তু সঠিক অনুসন্ধানের মধ্য দিয়ে স্পষ্ট হয় কোনটি সত্যি, কোনটি মিথ্যা। তেমনই একটি পরিবারের একমাত্র সন্তান সম্পর্কে নানা রটনা এবং তা থেকে জন্ম নেওয়া নানা ঘটনা নিয়ে নাটকের গল্প।’

নির্মাতা আরও জানান, সমসাময়িক এই নাটকটির বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে।

কালের আলো/বিএএ/এমএম

Print Friendly, PDF & Email