শুদ্ধাচার পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন আইজিপি
প্রকাশিতঃ 8:20 pm | July 06, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যা কবলিত মানুষের কল্যাণে প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
বুধবার (৬ জুলাই) মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে এ অর্থ প্রদান করেন আইজিপি।
এর আগে আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।
সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, একটি ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
কালের আলো/এসবি/এমএম