নিখোঁজের ৩ দিন পর হালুয়াঘাটে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 3:39 pm | January 27, 2018

নিজস্ব প্রতিবেদক |কালের আলো :
ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের ৩ দিন পর চাঁন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় নলুয়া গ্রামের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে চান মিয়া গত বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার কোন হদিস নেই।
নিহতের বড় ভাই আব্দুল মালেক বিলাস জানায়, আমার ছোট ভাই একজন মাদকসেবী। নিখোঁজের দিন বিকেলে প্রতিবেশী আফছরের মাদসেবী ছেলে রাসেল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি। ৩ দিন পর শনিবার (২৭ জানুয়ারি) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, নিহত চাঁন মিয়া মাদকসেবী ও ব্যবসায়ী ছিল। এ ঘটনায় রাসেল ও রহিম নামে দু’ যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।