চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে গোখরা সাপের মৃত্যু

প্রকাশিতঃ 3:11 pm | June 07, 2022

কালের আলো প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদৌসের কামড়ে বিষধর গোখরার বাচ্চার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০ টার দিকে এমনই অবাক করা ঘটনা ঘটেছে সদর উপজেলার উজলপুর গ্রামের বিল পাড়ায়।

পরে শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে। শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন।

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুইজনেই ঘাটের নিচে চলে যায়। এসময় খাটের নিচে থাকা একটি গোখরা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় সে। পরে সাপের বাচ্চাসহ ঘাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকের কাছে দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন জানান, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হয়। তবে অবস্থা আশঙ্কামুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে।

কালের আলো/এমএইচ/এসি

Print Friendly, PDF & Email