‘৫ লাখ টন খাদ্যশস্য’ চুরি করেছে রাশিয়া : জেলেনস্কি

প্রকাশিতঃ 11:07 am | May 31, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের অন্তত পাঁচ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (৩০ মে) রাতে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ থেকে চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।

এর আগে গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চুরি করা ইউক্রেনীয় শস্য বোঝাই একটি রুশ জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটির প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজের উপস্থিতি দেখা যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী দেশটির অধিকৃত এলাকা থেকে চার লাখ টনেরও বেশি খাদ্যশস্য লুট করেছে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email