‘আমার ডানা কাটা হলো’

প্রকাশিতঃ 2:46 pm | May 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এখন থেকে তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক, ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন।

সভা শেষে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোনো বাধা ছিল না। এখন পরিকল্পনামন্ত্রী কারিগরি প্রকল্প হলেও ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না। উন্নয়ন প্রকল্পও ৫০ কোটি টাকার বেশি অনুমোদন করতে পারবেন না।

এ সময় হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

এর আগে এনইসি সভায় মঙ্গলার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপি অনুমোদিত হয়েছে ।

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভার সভাপতিত্ব করেন।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email