আ.লীগ নেতার খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে মিললো ৬০৯ বোতল ফেনসিডিল!
প্রকাশিতঃ 11:42 pm | May 11, 2022

কুমিল্লা ও চাঁদপুর প্রতিবেদক, কালের আলো:
সরকার থেকে গরিব ও অসহায়দের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য পাওয়া অ্যাম্বুলেন্স থেকে এবার মিলেছে ৬০৯ বোতল ফেনসিডিল। বিপুল সংখ্যক ফেনসিডিল নিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে ঢাকাগামী ওই অ্যাম্বুলেন্স।
এতে অ্যাম্বুলেন্সটি ধুমড়ে মুচড়ে গেলেও চম্পট দিয়েছে চালক। বুধবার (১১ মে) বিকেলে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
স্থানীয় চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, ফেনসিডিল বহনকারী দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি চাঁদপুরের ‘আঞ্জুমান খাদেমুল ইনসান নামে’ একটি সমাজ সেবা প্রতিষ্ঠানের। ওই অ্যাম্বুলেন্সে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আঞ্জুমান খাদেমুল ইনসান’ লেখা রয়েছে। তবে তারা এই প্রতিষ্ঠানের মালিকের নাম জানাতে পারেননি।
যদিও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে, এই প্রতিষ্ঠানটির মালিকের নাম আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঘটনার সত্যাসত্য জানতে এদিন রাত সোয়া ১০ টায় তাকে ফোন করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এই প্রতিবেদককে বলেন, ‘এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে জেনেছি আমার অ্যাম্বুলেন্স এক্সিডেন্ট করেছে। আমি যাকে সাবলিজ দিয়েছি অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য তাকে বলেছি, ড্রাইভারকে খুঁজে বের করতে। পাশাপাশি পুলিশকেও জানিয়েছি।’
৬০৯ বোতল ফেনসিডিল অ্যাম্বুলেন্সে ছিল এমন প্রশ্নের তিনি সরাসরি উত্তর না দিলেও বলেন, ‘যে আমার কাছ থেকে সাবলিজ নিয়েছে তাকে বলেছি, আমার কানে বিভিন্ন কথা আসছে, ড্রাইভার কোথায়? আমি এই ঘটনায় জড়িতদের কোন রকম ছাড় দিবো না।’

কুমিল্লার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার (১১ মে) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কোড়েরপাড় এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এসে খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টার পাশাপাশি মাদক আইনে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।’
জানা যায়, চাঁদপুরে আওয়ামী লীগ নেতা আবু নঈম পাটোয়ারী দুলালের মালিকানাধীন প্রতিষ্ঠানকে কয়েক বছর আগে প্রধানমন্ত্রী দুটি অ্যাম্বুলেন্স উপহার দেন। কথা ছিল এসব অ্যাম্বুলেন্সে বিনা পয়সায় বেওয়ারিশ লাশ পরিবহনের পাশাপাশি গরিব ও অসহায়দের ফ্রি সার্ভিস দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, উপহারের অ্যাম্বুলেন্সকে টাকা কামানোর কাজে ব্যবহার করা হচ্ছে। লোভ সংবরণ করতে না পারায় চান্দিনার ঘটনা ঘটেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, ‘আমার অ্যাম্বুলেন্সে গরিব ও অসহায়দের বিনা পয়সায় সেবা দেওয়া হয়। তবে বিত্তবানদের সেবা দিয়ে ফি নেওয়া হয় এটি ঠিক। আমি নিজেও সংগঠনটিকে বাৎসরিক টাকা দিচ্ছি।’
আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাওয়ার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও নানান আলাপচারিতা চলছে দলীয় পরিমন্ডল ছাপিয়ে জেলা সদরের নানা শ্রেণি পেশার মানুষের মাঝেও। এই ঘটনা হয়ে উঠেছে ‘টক অব দ্যা চাঁদপুর’।
আবার এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে। এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। কেউ আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে ব্ল্যাকমেইলিং করতেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
কালের আলো/বিএম/এনএল