ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিতঃ 11:52 pm | November 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রোববার অভিযান চালিয়ে নগরীর কালীবাড়ী এলাকার এস.কে হাসপাতালের সামনে থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আশিক মিয়া (২২) ও কাউছারকে (২০) এবং শনিবার নগরীর রঘুরামপুর এলাকা থেকে ২শ লিটার চোলাই মদসহ মোর্শেদ আলী (৪৬) ও নতুন বাজার ট্রাফিক মোড় থেকে ১০ গ্রাম হেরোইনসহ রবি (৩৫)কে গ্রেফতার করা হয়।
কালের আলো/ওএইচ