মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিতঃ 1:57 pm | April 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে একজন মেয়ে।।

ফলাফল অনুযায়ী সরকারি কলেজে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন। পরীক্ষায় সর্বোচ্চ ৯৩ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী।

কালের আলো/ডিএস/এমএইচএ

Print Friendly, PDF & Email