বিএনপির শাস্তি চাইলেন এইচটি ইমাম

প্রকাশিতঃ 8:39 pm | November 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর নয়া পল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি আচরণবিধি লংঘন করেছে জানিয়ে নির্বাচন কমিশনের কাছে শাস্তি দাবি করেনছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচলনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান এইচটি ইমাম।

তিনি বলেন, বিদেশিদের সুযোগ-সুবিধা দেখে বিএনপির নির্বাচন পিছিয়ে দেবার দাবি হাস্যকর।

এর আগে এইচটি ইামামে নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক বসে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন মশিউর রহমান, দীপু মনি, ফজিলাতুন নেসা বাপ্পি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, কাজী ইমাম, রশিদুল আলম, সেলিম মাহমুদ, মারুফা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান ও মোস্তাফিজুর রহমান বাবলা।

কালের আলো/এনএম