ধানমন্ডিতে আ.লীগ সভাপতির কার্যালয়ে বিকল্পধারার মান্নান-মাহী
প্রকাশিতঃ 1:38 pm | November 13, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসেছেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) মান্নান ও বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে তারা সেখানে আসেন।
আ.লীগ সভাপতির কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা হতে পারে।
কালের আলো/এনএম