ময়মনসিংহে পুলিশের গুলিতে ছিনতাইকারী সর্দার নিহত, গ্রেপ্তার ১
প্রকাশিতঃ 2:47 pm | January 25, 2018

সিনিয়র রিপোর্টার | কালের আলো:
ময়মনসিংহে পুলিশের গুলিতে নাঈম (২৫) নামে ছিনতাইকারী সর্দার নিহত হয়েছে। এসময় খসরু (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে নগরীর বলাশপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারী চক্রের হামলায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল রাশেদ আহত হয়েছেন।
পুলিশ সুপার আরো জানান, ছিনতাইকরীর ছরিকাঘাতে আনন্দমোহন কলেজের ছাত্র ইব্রাহিম খলিল নিহতের ঘটনার পর থেকে পুলিশ হত্যাকারিদের ধরতে নিরলস চিরুনী অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় হত্যাকান্ডে জাড়িত আসামি ইনছানকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তার অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দী থেকে জানা যায়, আসামি নাঈম তাদের টিম লিডার ও সেই নিহত কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছে। পরে অভিযান চালিয়ে বুধবার গ্যাং লিডার নাঈমকে কৃষ্টপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সহযোগীদের নাম প্রকাশ করে নাঈম।
পলাতক আসামিদের ধরতে নাঈমকে সঙ্গে নিয়ে রাত আড়াইটার দিকে নগরীর বলাশপুর বালুর ঘাটে ডিবি ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালালে ১০/১২ জনের একটি ছিনতাইকারী দল পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের এক পর্যায়ে সুযোগ বুঝে ছিনতাইকারী সর্দার নাঈম সুকৌশলে পুলিশের হেফাজত থেকে দৌঁড় দেয়। আসামি নাঈমকে পুনরায় গ্রেপ্তারের জন্য ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা গুলি ও ককটেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। ছিনতাইকারীরা পিছু হটে পালানো চেষ্টা করলে দলের সদস্য খোরশেদ ওরফে খুশু’কে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ ও বাকিরা পালিয়ে যায়।
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আসলে পুরো এলাকা তল্লাশী করলে পুলিশের হেফাজত থেকে পলাতক আসামি নাঈমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরিত ককটেলের অংশ, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম খলিল নিহত হন। ইব্রাহিম ঘটনার ওই রাতে বাড়ি ফিরতে সিএনজি স্ট্যান্ডে যাচ্ছিলেন। এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তার হাত থেকে অ্যান্ড্রয়েট মোবাইল ফোন কেড়ে নিয়ে দৌঁড়ে পালাতে গেলে দস্তাদস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ছুরি দিয়ে ইব্রাহিমের উরুতে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আত্মীয় সারোয়ার রহমান বাদী হয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাদ্দাম হোসেন (২৪) ও পাভেল (২৫) নামে চক্রের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।