লাইব্রেরী বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ : ইবি উপাচার্য
প্রকাশিতঃ 7:41 pm | October 30, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
লাইব্রেরী বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর ট্রেনিং রুমে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর স্টাফদের নিয়ে দুই দিনব্যাপী ওয়ার্কশপ অন ডিজিটাল লাইব্রেরী এন্ড সার্ভিসেস শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
তিনি বলেন, লাইব্রেরী বিশ্ববিদ্যালয়ের থেকেও গুরুত্বপূর্ণ কারন একটি বিশ্ববিদ্যালয় হলো লাইব্রেরীর চারপাশে পরিবেষ্ঠিত কিছু ভবন। সুতরাং এতে করে বোঝা যায় লাইব্রেরী গুরুত্ব।
তিনি আরো বলেন , লাইব্রেরী হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি যেখানে মানবসৃষ্ট ধৃত জ্ঞান সুপ্ত রয়েছে লাইব্রেরীর মধ্যে।
তিনি কর্মশালায় উপস্থিত সকলকে একুশ শতকের উপযোগী করে গড়ে তুলবার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে বর্তমানে উচ্চ শিক্ষার বিপ্লব ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীটি টউখ এর সদস্যপদ লাভ করেছে এবং লাইব্রেরীতে ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে চলছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরীতে দুই দিনব্যাপী ডিজিটাল লাইব্রেরী এন্ড সার্ভিসেস শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক প্রফেসর ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী। বিশেষ অতিথির ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লাইব্রেরীর গ্রন্থাগারিক(ভারঃ) মু আতাউর রহমানসহ লাইব্রেরীর সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় রিসোর্স পারসনের বক্তব্য রাখেন চিটাগাং ভেটেনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোঃ হাবিবুর রহমান।
কালের আলো/ওএইচ