ডেঙ্গু আক্রান্ত আরও ১১৮ রোগী হাসপাতালে

প্রকাশিতঃ 8:43 pm | November 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকাতে ৮৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৩২ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৬৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১২২ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৮৫৯ জন। একই সময়ে তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ২৮১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল

Print Friendly, PDF & Email