ভালুকায় অসাবধানতায় প্রাণ গেলো শ্রমিকের
প্রকাশিতঃ 9:25 am | October 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার প্যাকেজিং কোম্পানিতে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলার বিরুনীয় গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, কাজ শেষে টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে বাতাস খাওয়ার সময় অসাবধানতাবশত ফ্যানে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বিল্লাল। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কালের আলো/ওএইচ