যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় আরও ৮৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিতঃ 12:13 pm | September 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

চলতি বছরের শেষ দিকে দেশে আরও ৮৯ লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে রয়েছে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার (২২ সেপ্টেম্বর) তার ফেসবুকে এ তথ্য দেন।

শাহরিয়ার আলম বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে ৭১ লাখ ফাইজার এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ১৮ লাখ মডার্নার ডোজ পাবে বাংলাদেশ।’

প্রতিমন্ত্রী বলেন, নতুন বরাদ্দ পাওয়া এই টিকা বছরের শেষ ভাগে দেশে আসবে।

এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকার বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান প্রতিমন্ত্রী।

টিকা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

কালের আলো/জেএসবি/এমএইচএ

Print Friendly, PDF & Email