আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে নারী ক্রিকেট

প্রকাশিতঃ 9:54 pm | September 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের শাসনে নারী ক্রিকেট নিষিদ্ধ হতে পারে। তালেবান সরকারের এক কর্মকর্তার কথায় সেই ইঙ্গিত পাওয়া গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানিয়েছে।

তালেবানের কালচারাল কমিশনের ডেপুটি প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়েছেন, নারীদের খেলাধুলার কোনো প্রয়োজনীয়তা নেই। নারীদের ক্রিকেট খেলার কোনো অনুমোদন দেওয়া হবে না, তাদের ক্রিকেট খেলা উচিতও নয়। কারণ ক্রিকেটের মতো খেলাধুলায় নারীদের শরীর ও মুখমণ্ডল ঢেকে রাখা সম্ভব নয়। ইসলাম নারীদের এ ধরনের খেলাধুলায় অনুমোদন দেয় না।

তিনি বলেন, মিডিয়ার এমন যুগে খেলাধুলার সব ছবি ও ভিডিও মানুষ সরাসরি দেখতে পারে। যে সব খেলাধুলার মাধ্যমে নারীদের শরীর ঢেকে রাখা সম্ভব নয় সে সব খেলাধুলার অনুমোদন ইসলাম দেয় না, আফগানিস্তানও দেবে না।

এদিকে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান তালেবানের নারী খেলোয়ারদের খেলাধুলা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্যভাবে হতাশাজনক’ বলে বর্ণনা করেছেন।

কালের আলো/আরএস/এমএইচএস