নাসুম-মেহেদীর ঘূর্ণিতে নিউজিল্যান্ডের উইকেট পতনের মিছিল

প্রকাশিতঃ 5:25 pm | September 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড। ১৫.২ ওভারে ৭২ রানে ৬ উইকেট হারায় কিউইরা। মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে সাজঘরে টম ব্লান্ডেল।

বাংলাদেশকে বোলিংয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন নাসুম আহমেদ। এই বাঁহাতি স্পিনার নিজেদের প্রথম ২ ওভারেই তুলে নেন ২ উইকেট, পরের স্পেলে ঝুলিতে পুরেছেন আরও ২টি।

মাঝে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসানও। এই দুজনের ঘূর্ণিতে পঞ্চাশ ছাড়াতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।

এর আগে ১৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক টম ল্যাথাম ও উইলি ইয়াং। ভঙ্গকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদি হাসান। তার শিকার হয়ে ১০.৩ ওভারে ৫১ রানে ফেরেন কিউই অধিনায়ক ল্যাথাম।

১২তম ওভারে বোলিং এসে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলাসকে বোল্ড করেন নাসুম আহমেদ। ঠিক পরের বলে নাসুমের চতুর্থ শিকার হন কলিন ডি গ্রান্ডহোম। তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ফিন অ্যালান, হেনরি নিকোলাস ও কলিন ডি গ্রান্ড হোম।

নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত নিউজিল্যান্ড। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান বাঁ-হাতি এ অর্থোডক্স স্পিনার।

৭২তার বলে বিভ্রান্ত হয়ে একে একে সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র, ফিন অ্যালান, হেনরি নিকোলাস ও কলিন ডি গ্রান্ডহোম। ১১.৩ ওভারে ৫২ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।

আজ জিতলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আজ চতুর্থ ম্যাচে জয় পায় তাহলে সিরিজে সমতায় ফিরবে। তখন শেষ ম্যাচটি হবে অঘোষিত ফাইনাল। সিরিজের প্রথম দুই খেলায় টানা জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি হেরে যায় তৃতীয় ম্যাচে।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ ব্যানেট।

কালের আলো/টিআরকে/এসআইএল